এ্যাস্কয়ার নীট কম্পোজিটের আইপিও অনুমোদন

এ্যাস্কয়ার নীট কম্পোজিটের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে বস্ত্র খাতের কোম্পানি এ্যাস্কয়ার নীট কম্পোজিট লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)৬৫৮তম নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩টি শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩২টি শেয়ার প্রতিটি ৪৫ টাকা মূল্যে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এখান থেকে উত্তোলন করা হবে ৯৩ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ৯৪০ টাকা।

বাকি ১ কোটি ৪০ লাখ ৬২ হাজার ৫০১টির শেয়ার প্রতিটি ৪০ টাকা মূল্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে ছেড়ে ৫৬ কোটি ২৫ লাখ ৪০ টাকা উত্তোণ করা হবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি নতুন প্রকল্পের জন্য যন্ত্রপাতি ক্রয়, ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা এবং পুন:মূল্যঅয়নসহ শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫.৮৩ টাকা ও পুন:মূল্যায়ন ছাড়া দাঁড়িয়েছে ২৫.৯৬ টাকায়।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

 

 

Source: Biniyog Barta

«
»

Leave a comment:

Your email address will not be published. Required fields are marked *