বাংলার কন্ঠ প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম পোশাক তৈরি কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিটরের কাছ থেকে বিশ্বকাপের জন্য বিভিন্ন দেশ জার্সি ক্রয় করেছে। এবারের ওয়ার্ল্ডকাপে জার্মানি, ফ্রান্স, স্পেন, তিউনিশিয়া, মেক্সিকো এবং মরক্কোর জাতীয় দলের জার্সি থেকে শুরু কর
তিনি বলেন, এবারের বিশ্বকাপে এসব দেশ ছাড়াও রিয়েল মাদ্রিদ ও বাসোলোনার জন্য জার্সি রপ্তানী করছে এস্কয়ার নিট কোম্পাজিট। এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয় এ জন্য বিশ্বকাপের জার্সিতে লেখা রয়েছে মেড ইন বাংলাদেশ।
এদিকে এস্কয়ার নিট কম্পোজিট কোম্পানি বাংলাদেশের স্টক মাকেটে তালিকাভুকির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রাথমকি অনুমোদন পেয়েছে। সে লক্ষে কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বিডিং প্রক্রিয়া আগামী ৯ জুলাই থেকে শুরু হবে। চলবে ১২ জুলাই পযন্ত।
Source: Banglar Kantho